ফসলের নাম : চীনাবাদাম
জাতের নাম : মাইজচর বাদাম (ঢাকা-১)
বৈশিষ্ট্য :
১। খাড়া, খাট জাত
২। পাতা হালকা সবুজ
৩। বীজ ছোট
৪। ৩২-৩৫ গ্রাম/১০০ বাদাম
৫। রবিঃ ১৪০-১৫০ দিন
খরিফঃ ১২০-১৪০ দিন
৬। ১.৬-২.০ টন/হেঃ,
৫.৫-৭.০ মণ/ বিঘা ঃ
উপযোগী এলাকা : চরঅঞ্চলসহ বাংলাদেশের প্রায় সব এলাকা
বপনের সময় : রবি মৌসুম কার্তিক মাসের ১ম সপ্তাহে বপন করলে ভাল ফলন পাওয়া যায় এবং এ সময় বপন করলে জীবনকাল প্রায় ১৫-২০ দিন কমে আসবে। খরিপ-২ মৌসুমে অর্থাৎ ভাদ্র মাস ( আগষ্ট ১ হতে ১৫ তারিখ পর্যন ) বীজ বপনের উত্তম সময়।
মাড়াইয়ের সময়: শতকরা ৭৫-৮০ ভাগ বাদাম পরিপক্ষ হলে ফসল সংগ্রহ করতে হবে গাছের নিচের পাতাগুলো হলুদ রং ধারণ করে ও ঝরে পরতে থাকে বাদামের খোসার শিরা উপশিরাগুলো সুস্পষ্ট দেখা যাবে বাদামের খোসা ভাঙ্গার পর কালচে বর্ণের দাগ দেখা যাবে বীজের উপরের আবরন বাদামী বর্ণ ধারন করে পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে পরিপক্ক বীজ বাছাই করতে হবে ।
রোগবালাই ও দমন ব্যবস্থা
রোগবালাই: পাতার দাগ রোগ, রাষ্ট বা মরিচা রোগ, মূল ও গোড়া পঁচা রোগ
দমন ব্যবস্থা:
পাতার দাগ রোগ:
১। সুষম-সার সঠিক মাত্রায় নাইট্রোজেন ও ফসফরাস সার প্রয়োগ করতে হবে
২। ছত্রাকনাশক প্রয়োগ: এ রোগ দেখা দেয়ার সাথে সাথে গাছে বেভিষ্টিন ১ গ্রাম বা কন্টাফ (০.৫ মিঃলিটার হারে ) প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
৩। জমিতে শস্য পর্যায়ক্রম অনুসরণ করা
৪। জানুয়ারির প্রথম সপ্তাহে বীজ বপন
রাষ্ট বা মরিচা রোগ:
১। রোগ প্রতিরোধী জাত
২। ছত্রাকনাশক প্রয়োগ: এ রোগ দেখা দেয়ার সাথে সাথে টিল্ট ২৫০ ( প্রতি লিটার পানির সাথে আধা মিঃলিঃ ছত্রামনাশক)
৩। জমি পরিস্কারকরণ
৪। শস্য পর্যায়ক্রম
৫। জানুয়ারির প্রথম সপ্তাহে বীজ বপন।
মূল ও গোড়া পঁচা রোগ:
১। শস্য পর্যায় : জমিতে পর্যায়ক্রমিকভাবে শস্য চাষ করলে
২। গভীর চাষঃ জমি তৈরির সময় গভীর চাষের মাধ্যমে মাটি আলগা করে ৩-৪ দিন রোদে শুকিয়ে রোগের উৎস নষ্ট করে আক্রমণ কমানো যায়।
৩। বীজ শোধনঃ বীজ বপনের পূর্বে ভিটাভেক্স-২০০ নামক ছত্রাকনাশক (২.৫ গ্রাম ছত্রাকনাশক/ কেজি বীজ)
৪। জমি পরিস্কারকরণঃ পূর্ববর্তী ফসলের পরিত্যাক্ত অংশ, আগাছা এবং আর্বজনা পুড়ে নষ্ট করে রোগের বিস্তার রোধ করা যায়।
৫। জমির পানি নিষ্কাশনের সুব্যস্থা করতে হবে।
৬। সুষম সার ব্যবহার এছাড়া বীজ বপনের ২০ দিন পূর্বে জমিতে মুরগীর বিষ্টা ৫ টন/হেঃ বা সরিষা খৈল ১ টন/হেক্টর প্রয়োগ।
পোকামাকড় ও দমন ব্যবস্থা
পোকামাকড়: সাধারণত কাটুই পোকা, জ্যাসিড এবং থ্রিপস, বিছাপোকা
দমন ব্যবস্থা:
সাধারণত কাটুই পোকা :
১। প্রতি বিঘায় ৮-১০ট ডাল পুঁতে দিলে এ পোকার দমন করা যায়।
২। চারা অবস্থায় ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে।
৩। আক্রমণ বেশি হলে SNPV ০.২-০.৪ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ২বার স্প্রে করতে হবে।
৪। ট্রেসার ০.৪ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এ পোকার আক্রমণ হতে রেহাই পাওয়া যাবে।
জ্যাসিড এবং থ্রিপস :
১। বারি চীনাবাদম ৫, ৬, ৭ ও ৮ জাতের চাষ করলে পোকার আক্রমণ শতকরা ২০-৩০ ভাগ কম হয়।
২। আক্রমণ বেশি হলে এডমায়ার ২০০ এস এল ০.২৫ মিলি বা পারফেকথিয়ন ৪০ ইসি ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত ক্ষেতে ১০ দিন অন্তর ৩ বার স্প্রে করে পোকা দমন করা যায়।
বিছাপোকা :
১। প্রতি বিঘায় ৮-১২টি গাছের ডাল বা কঞ্চি পুঁতে দিলে পোকাভোজী পাখি কীড়া খেয়ে দমন করতে পারে।
২। আক্রমণ খুব বেশি হলে রিপকর্ড ১০ ইসি বা পারফেকথিয়ন ৪০ ইসি ২০ মিলি (৪মুখা) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত ক্ষেতে ১০ দিন অন্তর ২ বার স্প্রে করে এ পোকা দমন করা যায়।
সার ব্যবস্থাপনা
সারের নাম বিঘা প্রতি (কেজি)
ইউরিয়া ৩-৪
টিএসপি ১২
এমপি ১৬
জিপসাম ৪০
বোরিক এসিড ১.৫